Tuesday, 10 January 2012


তার পরে একদিন
মিলিয়ে দিয়ে ইতিহাস ভূগোলের গণ্ডী
অগ্রজ পাণ্ডবের দেখানো পথে
লোভ মায়া
উড়িয়ে দিয়ে সাদা বকের ডানায়
প্রস্থানে অমৃত পিপাসী
বলবো না
মনে রেখো
আমি এখানের ই ,
যে পথে
ঘাসে জন্ম নেই জীবন
বেবাক পাথুরে রণাঙ্গনে
অনামি লতাগুল্ম
হেসে খান খান
রণবাদ্য গেছে থেমে
ভাইয়ের বুকে বাড়ছে
শত্রু ভাই সন্তান
আমি সেই স্বপ্ন রেখে গেলাম
জলের কাছে
বাতাসের কাছে
মাটির কাছে...
বিধান নগর বস্তি
লবন হ্রদে
মনে মনে...
গানে গানে
প্রানে প্রানে
আমি চলছি এবার
আমার পিতা প্রপিতামহের
শান্তি বনে......

No comments:

Post a Comment