Tuesday, 10 January 2012


ফেলে এসেছি কিছু মানুষ পোড়া গন্ধ বাতাস
তবুও তো সেখানেই আছে বেঁচে মানবিক জীবন
আমি শ্মশান মাটি দিয়ে গড়ছি দেব মুখাকৃতি ।
আদিম গুহা থেকে বাড়িয়ে দিয়েছে পা জনতা
স্মহিমায় অস্ত্র হাতে প্রাগঐতিহাসিক রক্ত দানব
রক্ত হোলিতে নামিয়েছে ভুবন ,
কোথায় পালাবো বল... শিকড় টাকে ও রাখেনি বাকি ।

No comments:

Post a Comment