......... তিন চিত্র ......।।
............... ০১ ...।।
ফেলে এসেছি কিছু মানুষ পোড়া গন্ধ বাতাস
তবুও তো সেখানেই আছে বেঁচে মানবিক জীবন
আমি শ্মশান মাটি দিয়ে গড়ছি দেব মুখাকৃতি ।
আদিম গুহা থেকে বাড়িয়ে দিয়েছে পা জনতা
স্মহিমায় অস্ত্র হাতে প্রাগঐতিহাসিক রক্ত দানব
রক্ত হোলিতে নামিয়েছে ভুবন ,
কোথায় পালাবো বল... শিকড় টাকে ও রাখেনি বাকি ।
............ ০২......
সাংকেতিক শব্দরা বড় কৃপণ , অনুধাবনে মর্ম উদ্ধারে
লবন ঝরে পরে , তাকিয়ে দেখি দল বেধে ঘরে ফিরছে সারস
তেরো কলা চাঁদ বেরিয়েছে বারবধূ সাঁজে এবেলায়
আমি একা পরে আছি পাঠোদ্ধার সংকেতের, নীল আলোতে
জেগে রেখে চোখে চোখ সংকেত
বললো ঘুমোতে যা , কাল আবার বসবি নিয়ে , সংকেত আছে
বলেই চেতন কথা বলে... ভেবে মরে আবার বাঁচে ।
............।। ০৩...।।
স্রোতের বিপরীতে গমন , তখন থেকে ,যখন মনে সূর্য ওঠে পূর্বে ,
জীবনে বরফ স্রোত গভীর ক্ষত দাগ রেখে যায় অনেক বার
ব্যাধের তঙ্কারে পতির নারায়ণ হেসে ফেলে বেশ করেছিস...
মুর্খামি ধন্য করে পঞ্চরিপু হাল ধরে শরীরের , মননের তুষ আগ এ
মন পড়ে শরীরকে রেখে যায় তবু কিছুটা সতেজ ,
তোমার কর্ণ কুন্তনে ঝলসে সূর্য বিপরীত গমনে সুখ নেই আছে কিছু সত্য ।
No comments:
Post a Comment