Tuesday, 10 January 2012

মুরগি


‎..........। মুরগি গল্প ...।।

মুরগি কে তুমি যদি ভাই ভাবো
তবে উপোষ ( আমি খেয়ে নেবো ,
প্রথম প্রথম একটু গা গোলাবে ,
একটু বিস্বাদ ঢেঁকুর উদ্গিরন ,বধহজম
হবে ? হবে না বোধহয় ! যতোই হোক
ভাই তো , একটু তো মন কেমন কেমন
লাগবে , কপোল একটু আধটু ভাসতেও পারে
আমার অজান্তে , ছাড়ো ! )
তুমি তাকে মারবে ? মানে খুন করবে ?
কাকে বলবে তো ?
যাকে কোন দিন তুমি দেখ নি ,
কে সে ?
তোমার ই সমগোত্র সামরিক ভাই ,
শোন তবে... গল্প নয়...
ফ্রন্টে সেবার দিকবিদিক গোলাগুলি
কি জানি কি কুমন্ত্রণায়
৬ ফুটের মর্টার গর্ত
সে ছিল ,
আমি অনাগত ,
ঝলসে উঠলো আমার অস্ত্র ,
অস্ত্র চেনে রক্ত
কে মরল কে জানে, তবু সে ক মিনিট ছিল প্রানে
জানলাম দেশে আছে ছোট ছোট ছেলে মেয়ে
আমারই মতন ,
জানো , এই মুহূর্ত মনে হয়েছিলো
আমি ও মরলে কিবা এসে যেতো ,
যুদ্ধ কি শেষ হবে...
হবে হবে হবে
কবে...
যেদিন মেজর আর হাবিলদারের বেতন এক হবে...

No comments:

Post a Comment