Tuesday, 10 January 2012

বীক্ষণ


‎......।। বীক্ষণ ...।।

দেখি কত হাটলে পরে
বীক্ষণে জন্ম নেবে শিক্ষণ বোধ
লালিত্য কলা ,
আমোঘ আকর্ষিত সৃষ্টি পসরায়
নামিয়ে মন
খুঁজে দেখি অমৃত ধন
আছে কিনা আছে বেঁচে ,
নিজেকে ডুবিয়ে দেখি
কুটিল গহন অন্ধকারে
যদি দূরদর্শী
কোন আলো বলে দেই
এই পথ গেছে সোজা
বৌকুণ্ঠ ধামে...
এদিকে না ওদিকে বেঁকে ,
অন্তঃসলিলে রসায়নে প্রেম রস
মাধুকরী অন্বেষণে খাদ্যে
জটার অন্দরে
উকুনের জন্ম বলে কিচ্ছু নেই
মায়া জানেলে , শোকে
তারাদের জ্যোতিষ্ক প্রভা
অনুচ্চারিত তবু তীক্ষ্ণ স্বরে
যে নির্দেশিত দিক নির্দেশ করে
সেখানে নেই কোন অন্ধকার ,
যা পেয়েছো আনা দুই চার জীবন
অনিয়ন্ত্রিত রিপুর বশ্যতা স্বীকার
করবে কি করবে না
থেকে থাকে যদিও জননের
আবেদন এখানে ,
সীমাহীন ক্ষয়ে আর জ্বলনে
পিত্ত রস ঘামের সহযোগে
ত্রিভুবন মত্ত দানব
তোমার মতন ই রক্ত রসে
বিহ্বল শোকে
পাইনি বলে কাঙ্ক্ষিত মননের দিশা , এখানে ,
সৃষ্টি নিয়ন্ত্রক মহানায়ক
প্রসারিত বাঁশি হাতে
সম্মুখে বাড়িয়েছে হাত...
আমি তুমি তবু নাগালের বাইরে
আমি তুমি রোজ রাতে সম্ভোগে
চাঁদ দেখি চাঁদ জাগে ।

No comments:

Post a Comment