Thursday, 9 February 2012


‎...... অনামিকা ১১

পেরিয়ে এলাম মোচ্ছবের দিনরাত ,
মানবিক গন্ধ গন্ধ উৎসাহিত জনতা ভীর বাসে
এদিক ওদিক খুঁজেই চলে রহস্য সমীকরণ প্রেম
পায়ে ঠেলাঠেলি এবং অজানা বা পরিকল্পিত স্থানে
নেমে ব্যস্ত সিঁড়ি ভাঙ্গে অথাবা সিঁড়ি সিঁড়ি নেমে এসে মিশে যায়
গহনে নিরুৎসাহে হয়তো বা ।

আমি কিছুক্ষণ ধির স্থির তবু চলনে বাস , কোথায়
নামবো আমি কোন ঠিকানায় ? ৩৭\২ দেশবন্ধু লেনের
পরিচয় ঠাঁসা ছিল বুকে
নিজেই মেরেছি ইচ্ছা মৃত্যুর মতো তিলে তিলে , যেভাবে
উস্নায়নে জলের প্রকট অভাবে নিপাতনে বৃক্ষ ক্যাকটাসে
সাঁজায় বাগান... তদ্রুপ আমিও......
চলন্ত বাস থেকে চকচকে এক টাকার কয়েন চুড়ে মারি
অজানায় , ছুটে চলে গতিতে , ফেরে না নিউটন সুত্রে ,
আমাকে নামিয়ে দাও ... শোনে না কেউ ,

অবশেষে গতি থামে যন্ত্রের , মুগ্ধতায় বসে থাকি , সূর্য
রোমন্থনে চুলে হাতের স্পর্শ
অনামিকায় জ্বল জ্বল অদ্যাক্ষরের "এ" একি তুমি ?
শীতল স্রোত বইছে কোথাও পৌষালী বৃষ্টি , ওঠো , দেখো
আমি , ওঠো ওঠো হাত ধরো আমার......
আমি ছুটছি ছুটছি দেখানো পথে তোমার ঈশারায়
ক্লান্ত হচ্ছি না তবু.........
দাদা উঠুন উঠুন আমি শুনতে পাচ্ছি না কিচ্ছু , অনামিকা ।

No comments:

Post a Comment