,,,,,,, প্রেমে
মেঘ বাতাস উষ্ণতা নিয়ে একটা ঝড়
শঙ্খচিল ঘুরপাকে বিপথগামী
হাঁটু গেড়ে বসে আমি নতজানু
হয় জীবন দাও নইলে ফিরিয়ে দাও উড়বার স্বাধীনতা ।
সেই থেকে একপায়ে দাড়িয়ে
সন্ধানী চোখ তুলে নিয়ে গেলো আলোর দিশা
কাঠ কয়লা জ্বলে পুড়ে খ্যাঁক
ঝিঝি আক্রমণে আমি বিধ্বস্ত ।
নইলে কি সাধে গান গুলো মন হয়ে ঝরে
হামিগুরি দিতে দিতে আমি চৌকাঠ পেরুই
তুমি ছুটছো আগুন বলয়ে অণুটানে উপেক্ষায়
আমাকে আরো কিছু সময়ের স্থিরতা প্রদান করো ।
এখানে জলে কাঁদায় অথবা বন্ধী প্রাচীরে
যে কথা গুলো শিল্পের পর্যায়ে বলতে পারলে ঘুম ভাঙ্গে পাথরের
আমি শিখিনী
আমি তোমার কক্ষপথে সেদিন ও এখনো ।
খুলে দিয়েছি এবার যন্ত্র মানবের বন্ধী শেকল
পরাগে পরাগে পেয়েছি এবার সৃষ্টি রহস্য
তুমি তুমি তুমি আক্ষেপে দিবানিশি সুখ মন্থনে
আমি নেই , আমি প্রেমে প্রেমে প্রেমে ।
No comments:
Post a Comment