...... অণুঘটক
আত্ম বিড়ম্বিত নির্বাক ক্রন্দন
শব্দ বহিঃভূত তীব্র গরল সর্বভুক জৌবিকতায় ,
রসাচ্ছদনে ক্রিয়ানক যৌবনের অহেতুক উত্তেজক
সংক্রমনিত ব্যাধি কাম ক্রোধ মাদকের বিচ্ছিনতায়
সমূলে উৎপাটন সম্পর্ক ,
সাজানো বাগান , কিশলয়ের দ্বিচারিতা আছে দ্যাখো তুমি
যুবক , শ্রেণী বিন্যাসে সমূদয় সম্প্রদায় বিভেদের
নিপুণ আত্মগরিমায় উপেক্ষিত মনবিকতা ,
আস্তাকুরে সংস্কারের নির্দেশে জাত ধন মন
অযান্ত্রিক প্রাচীরের গহ্বরে ,
লালিত্যকলা , শিল্প যুগান্তকারী সারকথা ভালোবাসা
ধর্ম ব্যবসায়ীর পুতুল নাচন ,
আমি বুঝেছি এই আত্মগরিমায় নেই খাদ ধাতু মিশেল
বারংবার উঠে এসেছে কবিতায়
বর্বরতা যদি মুছে মেলা যায় শিল্পের প্রত্যাশায় নয়
No comments:
Post a Comment