......।।শিল্প ...।
সহস্র পাতার শিরা উপশিরা
আমার মায়ের বলিরেখা
নির্দেশ করে প্রত্নতাত্ত্বিক
ঐতিহাসিক নিয়ত সত্য
আমাকে বেধে রেখেছিল
চিনা বাদাম কুড়ানো আঁচলে
আমার জন্ম থেকে মায়ের মৃত্যু !
যে কথা গুলো না লিখছি আমি
না লিখেগেছে কেউ
না লিখবে তুমি , বলে সত্য নয় ,
কত স্থানীয় ঘূর্ণ প্রবাহে ভেঙ্গে গেছে
টুনির বাসা ,
কত বধু তুলশি মঞ্চে চোখের জলে
ছেড়েছে নাগর স্বামী , আমি লিখি নি
বলেই মিথ্যা !
No comments:
Post a Comment