Tuesday, 10 January 2012

pagli


‎......।পাগলি ...।

তাকে শান্ত হতে বলি
বলি আর খানিকক্ষণ চুপ থাক
তোর যোনী গর্ভে ফেলেছি ছত্রিশ লক্ষ শুক কিট
শুধু বাড়তে দে , পাগলি চুপ করে থাক খানিকক্ষণ !
জলপাই রঙা সিপাহীর বুলেট
বর্ণান্ধ জন্মগত ,
না চেনে শরীর অথবা মন ,
শুধু রক্ত ভালোবাসে জন্মলগ্ন থেকেই , তুই জানিস না ?
পাগলি ?
পাগলি মনে পরে , মনে পরে পাতা জল নক্ষত্রের বা
আকাশী রঙের আকাশের বর্ষা কালিন গল্প
টিনের চালে সারা দিন খেপে খেপে
শুধু তোকে সুখি রাখার
ভীষণ আড়ম্বর চিন্তা ধরিত্রীর সে সময় ,
পাগলি , আর খানিকক্ষণ ,
আমি পেয়েছি সংকেত ধ্বনি তার পদার্পণের
নিযুত যোনী গর্ভ হাসছে ,
সে আসছে জেনে পদটীকা সহ কোকিল গলা
খুলেছে এই বেলা
উলু ধ্বনিতে মুখরিত লালন বাংলা , "সঙ্ঘারাম ঘুম থেকে"
উঠে আসছে মুকুল , মইদুল ,
পাগলি , আর দশ মাস ,
মন বেধে রাখ শক্ত করে... সম্মুখ সমরে নামবো একসাথে
আমি , তুই , আর সন্তানে, এখানেই , আবার !

No comments:

Post a Comment