Tuesday, 10 January 2012

bonga


অদ্ভুত ভাবে রোদ চুইয়ে পড়ছে
অলি থেকে গলি
পরিচিত পরিবেশের সমগ্র অংশে
মেঘলা বৃষ্টি ফাঁকি দিয়ে
ঢেঁকুর উদ্গিরন মধ্যাহ্নে ,
কৃত্তিবাসী রামায়নে
অভিব্যাক্তি বদলে যায় ঠাকুমার বার বার
গঙ্গা অলকানন্দা কপোল ভিজিয়ে দেই
এই বেলা , দেখি ,
সামনের রেলওয়ে ব্রিজ থেকে
৩ টে ৪০সের বনগাঁ লোকালের উৎপীড়নে
পাতার সশব্দে মাথা দোলাতে দোলাতে
তৃতীয় পতন মাধ্যাকর্ষণে , দেখি ,
উড়ে উড়ে চলে যায়
যাকে বেশ লাগে
যে কাজ গুলো কাজ নয়
অকাজও নয় তবু...
তবুও
মাধবীতলার ৪৭ বাই ৩২ গঙ্গাধর বসু লেনে
সেই বেলার সময় নেমে আসে
এই দাস কে ডাকে
বলে " চল ঘুরে আসি আমি আর তুই
আমাকেই না হয় তোর বন্ধু করে নিবি মনে মনে,
পাতায় বৃষ্টি জলের ছটায়
হাত বোলাবো আমরা দুজনে " .

No comments:

Post a Comment