Tuesday, 10 January 2012


ইচ্ছা স্বপ্নটা যেন মামদে আবদার
যেন এফ সি আই গুদামে অফুরান খাদ্য আছে
আমার ভরিয়ে দেবে পেট , হা হা হা ,
এতো দেশীও সম্পত্তি ইঁদুরের আছে বলেই
কি আমার আছে অধিকার , হি হি হি ,
আমার অধিকার আছে সীমাবদ্ধ গণতন্ত্রে
খাদ্য বস্ত্র শিক্ষায় নয় , চি চি চি ।

No comments:

Post a Comment