Tuesday, 10 January 2012

মন্দ কাব্য


‎.........। মন্দ কাব্য ...।

চেটে পুটে খেয়েছ শরীর
এবার হাত ধুয়ে নেও বুকচাপা চোখের জলে , কামুক ,
তোমার অনামিকা , মধ্যমা'র নখে তাজা রক্ত
মুছে নাও আঁধার বিছানো রূমালে , কাপুরুষ ,
জঙ্ঘা , নিতম্ব সন্ধি যুগল ফুটবলে ঘসে জিভ
এক দলা থু থু ফেলে ইছামতীর জলে , জানোয়ার ,
শিরদাঁড়া বেয়ে যে ঘাম ঝরে অহরহ রাতে দিনে
খুচরো পয়সা গুনে ছুড়ে দিয়ে মজা লোট , ভণ্ড ,

শুধু দু রাত্রির কাব্যিক বাতাসে আমরা ব্যবহার
করবো তোমার শরীর
দেখি কতো ঘাম ঝরলে বলবে তোমার শরীর
হয়েছে হয়েছে , ছাড়ো আমায় এখনই , পুরুষ !

No comments:

Post a Comment