Thursday, 9 February 2012

হি


আমি গরল থেকে সঙ্গোপনে উঠে এসে মুছে ফেলে দি
বাসর সজ্জা ফুল মালা , ভীমনাদে ডেকে সুখ পল্লব ছেড়ে
উড়ে চলে যায় কিছু কাক , ফেরে না দ্বিতীয় বার ।
গৃহীত হয়ে যায় সন্ধি বিচ্ছেদের বিনা শ্রম রক্তপাতে , প্রেমিক
জানালা জানালা খুলে দিয়ে দাড়ায় নিঃশব্দে ,
সশব্দে লুটোপুটি নিশি , আমি থাকি ।

No comments:

Post a Comment