Tuesday, 10 January 2012

dastbine


‎......।।ডাস্টবিন ...

তোমায় মনে পরে খুব ,
দস্তা পানে ছোপ ছোপ মানচিত্র দাঁতে
হাসতে যখন ( যদিও কম ই দেখেছি )
আমার কান্না পেত , তুমি জানো না মা !
বিশ্বাস বাড়ি থেকে অবিক্রি পচা আলু
তোমার সুগন্ধি সর্ব সংগ্রহক সুতো ওঠা আচলে করে
যুদ্ধ জয়ের আনন্দে যখন ঘরে ফিরতে
তোমার ই পাঁচটা জীন রক্ত বাঁচিয়ে রাখতে
মনে পরে আমি সপ্তম শ্রেণী ,
আত্মিক মুখের হাসিটি ধরে রাখতে
কতোটা পা , হাত , মন , সচল রাখতে হয় ,
দেখেছি আমি তোমাকে দেখে ,
আমার পা ঠিক যায়গায় রাখতে গেলে
তোমার পা কতোটা অন্ধকারে ফেলতে হয়
তুমি জানতে ,
তুমি জানতে নিঃস্পৃহ জগত উপেক্ষা করে
জীবন বাঁচানোর উপকরণ সংগ্রহের উপাই ,
এখন যখন দেখি উৎসব , রাজনীতি
সামাজিক ভোজন অনুষ্ঠানে
লক্ষ মুখ উপেক্ষিত থেকে ও বনেদী খাদ্য
ডাস্টবিনে , আমার আবার কান্না পাই , মা ,

No comments:

Post a Comment