Tuesday, 10 January 2012

রাতের


‎.........রাতের গল্প ...।

তবে প্রকাশ্যে আনি রাতের গল্প ।
আমি আর তুমি যতক্ষণ এক থাকি
পৃথিবী আলো জলের জীবন থাকে
দূরের গ্রহের বাসিন্দা হয়ে
আমি তুমি প্রতিরাতে সাজি
বুকে মুখ রাখি , আয়েজনে
ডুবে যায় কাল চাঁদ
মাতাম অন্ধকারে খেলা করি আমি তুমি
আদিম রিপুর অনুপ্রেয়নায় ।

আমি তুমি ক্লান্ত
প্রদীপের শেষ আভা জ্বলে উঠে দপদপ
দূরদেশে দাদুরী মিলন সে পিয়াসী
ডেকে চলে একঘেয়ে
আঁধারে গান ভাসে জীবনে কীর্তন
প্রেম যমুনা কূল ভাঙ্গে
যদি রাই সারা দেয়
আবার তুমি আমি এক হই
দেখি ঢেউ আসে ঢেউ যায়
আমাকে আবার আমি
তোমার কাছেই রেখে যায় ।

No comments:

Post a Comment