Tuesday, 10 January 2012


‎.....

উবুড় করে পরে থাকি
আকাশের বিরুদ্ধে
চোখ নিয়ে ঘাসের অন্তরে ,
আকাশ বন্ধি খেলায় আমি উস্তাদ ,
চোখ রাখি
জনতা ভীরে , ইতিউতি হাত সাফায় করে
সময়ের , আর জীবনের ,
দেখি রেল কলোনি বস্তি আঁধার করে
নিম্বাস মেঘ নেমে এসে মাথায় ,
সম্বিত পাই , আমার বাড়ি ঘর
যন্ত্রণা বাথরুম
কোন মুলুকে , তুমি জানো !

No comments:

Post a Comment