Tuesday, 10 January 2012

ছায়া প্রেম


‎.........।ছায়াপ্রেম ...।

সেই চোখ শার্দূল চোখে অপেক্ষারত
যদি আসে ফিরে
একা একা ভাঙ্গাচোরা সীমান্ত পথ বায়ে ফেলে
যদি আসে ফিরে
একবার বলে ওঠে রাত জাগা অন্ধ প্যাচার ঠোটে
ঠোট রেখে
"চিনতে পারছো কি ? আমি ছায়া , তোমার প্রেম " ,
একবার ও না ভেবে নিশি ডাক হতে পারে ভ্রুম
অন্ধকারে কালো যাদু
কালো কালো অভিনয় জগতের
মিথ্যা মিথ্যা খেলা খেলে মনের ভাঁটিতে , বেরুবোই জানি আমি...
বলবো প্রিয়তমা...
"এতো দিন পড়েনি মনে , এই নিশি চারাচরে আই ডুবে যায় একসাথে ,

No comments:

Post a Comment