......... মায়া ...।
তার পর আমি আর তুমি
উঠেছি ভেসে সূর্য গতিপথে মুখ রেছে পুনরায় ।
গাছেদের বাল্কলে বাল্কলে সুযোগ সন্ধানী উইপোকা
রক্তমাষ ঘাম জলের অনু টুকু চুষে
করেছে বাঁচার আয়েজন ,
আজীবন কয়েদী সংসার হতে পালায়ন অদেখা
আগামীর উষ্ণ ভোরে প্রিয়তোষ
ক্রন্দনে ঝরে পরে শিউলি সুবাস
যে শান্তি জলে আছে নেই অন্য কোনখানে , জানো তুমি ?
উস্নিব খসে পড়ে সাথে সুমহান রাজা মহারাজ
বনেযায় ভিক্ষারি স্পষ্ট নির্দেশে তার ,
গান সব কথা হয় বুক দিয়ে ভেঙ্গে চলে ঢেউ
পদাবলী কীর্তনে রাত কেটে আলো নামে
বেদনা ভুলে গিয়ে আবেশে দিন কাটে ।
বল সব মিথ্যা , অনুকম্পে জরানো মায়া শুধু ক্ষণিকের
অতিথি , নিজের মায়াকে সরিয়ে সরিয়ে
যখন ক্লান্ত প্রান... তখনো তো উড়ে চলে পশ্চিমে বলাকার দল
ঝাক বেঁধে ... এরা ও কি মায়া জানে !
তার পর আমি আর তুমি
উঠেছি ভেসে সূর্য গতিপথে মুখ রেছে পুনরায় ।
গাছেদের বাল্কলে বাল্কলে সুযোগ সন্ধানী উইপোকা
রক্তমাষ ঘাম জলের অনু টুকু চুষে
করেছে বাঁচার আয়েজন ,
আজীবন কয়েদী সংসার হতে পালায়ন অদেখা
আগামীর উষ্ণ ভোরে প্রিয়তোষ
ক্রন্দনে ঝরে পরে শিউলি সুবাস
যে শান্তি জলে আছে নেই অন্য কোনখানে , জানো তুমি ?
উস্নিব খসে পড়ে সাথে সুমহান রাজা মহারাজ
বনেযায় ভিক্ষারি স্পষ্ট নির্দেশে তার ,
গান সব কথা হয় বুক দিয়ে ভেঙ্গে চলে ঢেউ
পদাবলী কীর্তনে রাত কেটে আলো নামে
বেদনা ভুলে গিয়ে আবেশে দিন কাটে ।
বল সব মিথ্যা , অনুকম্পে জরানো মায়া শুধু ক্ষণিকের
অতিথি , নিজের মায়াকে সরিয়ে সরিয়ে
যখন ক্লান্ত প্রান... তখনো তো উড়ে চলে পশ্চিমে বলাকার দল
ঝাক বেঁধে ... এরা ও কি মায়া জানে !
............... কি নাম দেবো ...।।
পৌষের দুপুর । স্নানাঘাটে চুল খুলে রোদ পোহায়
নিয়তি মেঘ , পাখিরা ডানা কাটা সীমান্ত প্রাচীর ,
স্থির । দিগন্তে কালো মেঘে গুড়ি বৃষ্টি , এখানে
শুঁখা মরসুম , ছেলেটি হ্যারিকেন আগুনে আক্ষর
ছারপোকা , ঘুনে বইয়ের ভাজে ভাজে লাল গোলাপে
কঙ্কাল , প্রেমের ই ,
ছান্দিক প্রত্যাশিত শব্দ বেইমান , ঐন্দ্রজালিক মাদারি
প্রকৃতির কালো জাদু , ছবিতে নেই , দৃশ্যত অদৃশ্য ,
গুপ্ত রোগ , প্রকাশেই মৃত্যু ।
এখানেই জীবনের গান , আসুরিক শক্তি দম্ভ ,
আছে কিছু বধিরত্ব , সত্য মৃতপ্রায় , সহনশীলতা
ইতিহাস শব্দ , দিনে দিনে নব্য ব্যাধি সমাজের ।
এখানেই আমার মায়া প্রেম স্বপ্নের ঘরবাড়ি ,
আপার বিস্ময় নদী , কুঠি গোবর উঠোন ,
আমার অনুভূতির খোলা মাঠ সারাদিন পায়ে পায়ে দাপাদাপি ।
পৌষের দুপুর । স্নানাঘাটে চুল খুলে রোদ পোহায়
নিয়তি মেঘ , পাখিরা ডানা কাটা সীমান্ত প্রাচীর ,
স্থির । দিগন্তে কালো মেঘে গুড়ি বৃষ্টি , এখানে
শুঁখা মরসুম , ছেলেটি হ্যারিকেন আগুনে আক্ষর
ছারপোকা , ঘুনে বইয়ের ভাজে ভাজে লাল গোলাপে
কঙ্কাল , প্রেমের ই ,
ছান্দিক প্রত্যাশিত শব্দ বেইমান , ঐন্দ্রজালিক মাদারি
প্রকৃতির কালো জাদু , ছবিতে নেই , দৃশ্যত অদৃশ্য ,
গুপ্ত রোগ , প্রকাশেই মৃত্যু ।
এখানেই জীবনের গান , আসুরিক শক্তি দম্ভ ,
আছে কিছু বধিরত্ব , সত্য মৃতপ্রায় , সহনশীলতা
ইতিহাস শব্দ , দিনে দিনে নব্য ব্যাধি সমাজের ।
এখানেই আমার মায়া প্রেম স্বপ্নের ঘরবাড়ি ,
আপার বিস্ময় নদী , কুঠি গোবর উঠোন ,
আমার অনুভূতির খোলা মাঠ সারাদিন পায়ে পায়ে দাপাদাপি ।
No comments:
Post a Comment