Tuesday, 10 January 2012


কথাগুলো থেকে থেকে যায় শুধু
কথা ভালোবেসে , আমি নই,
মধুছন্দা রাত্রি অনুতাপে পুড়ে ছায়
সে আসেনি বলে , আমি এখানেই ,

রূপের আদর্শ ক্ষমতা আছে আগুন
জ্বালানোর প্রানে , শরীরে , আমি
সলতে উল্টানো প্রদীপ ,
ভাদ্রে ও গান করে নীল কণ্ঠি পাখি
এক সুরে
আমার গলায় বদ পোকার বাসা
চিৎকার ক্ষমতাও
হারিয়েছি রাতে-দিনে ,

তুমি হাঁটছো বলে অন্ধকারে
অগুনতি আগুন মশাল পথ দেখায় আলোর
জন্ম লগ্ন থেকে হেঁটে ক্লান্ত
এক গ্লাস জল নিয়েও কেউ দাঁড়ায় না
পথে ঘাঁটে প্রান্তরে ।

No comments:

Post a Comment