Tuesday, 10 January 2012

সারমর্ম


‎......।সারমরম।

গুপ্ত কথা তৃষিত মনে
আসে যায়
কলাপাতার আচ্ছাদনে
দু দিনের জমানো জল
তবু জীবনের ভারবহ
ইঙ্গিত বাহক ।

তুসাগ্নিতে ধান সিদ্ধ ভোর
নির্যাতিত পরগাছা পাতা
সক্রোধে পতনে
তবু
সার হয়ে সারমর্ম
ফসলের লুকানো অঙ্গীকারে
বেঁচে থাকে জীবনে ।

ত্রিধারা সঙ্গমে
অনিয়ন্ত্রিত বারী ধারা
ভেদাভেদ ভুলে , বা জাতের
সুপ্রাচীন মহিমা
ফেলে উপ্রে
ভালোবাসার সার কথা বলে
তিন যুগ ধরে ।

No comments:

Post a Comment