Tuesday, 10 January 2012

গিরহস্ত


‎...... গেরস্ত রোদ ...।

গ্রেহস্ত সুখ যেন রোদ পোহানো কুমীর
প্রত্যেকদিন আসে
আবার নিজের নিয়মে গন্তব্যে ,
বিষাদের কালো ধুলি ঝড় আসে
স্নানাহত দুপুর কে লম্বা একটা লেজ করে দিয়ে
বিদায় নেই আসবে বলেই ,
কাকিমাদের সেই শাড়ি গুলোর রঙ উঠে যায়
তাও রোজ দেখি নতুন লাগে...
আমার স্ত্রীর রোজ মাঞ্জা দিয়ে শাড়ি পরে
সকালেই মরিচা ধরে...
আসলে কাকিমা'রা শিল্প জানেন , ক্ষারের দহন
শক্তির খবর জানেন... আমরাও কি জানব একদিন ?
কাব্য করে ভালো নেই বলতে পারতাম
খপা খপ দু মুঠো রোদ মুখে পুরে বলতে পারতাম
উঃ কি গরম... কিন্তু সংসার কাব্য অচল ,
তবুও অনেক ভালো আছি......
দেখছি তুমি নেই তাতে কি , সূর্য তো আছে বেঁছে ।

No comments:

Post a Comment