Thursday, 9 February 2012

mrityu 5


‎... মৃত্যু বিষয়ক ০৫

অলৌকিক পথ ধরে হিম ঘরে গিয়ে ঠায় ,
ক্ষানিক ভেবেচিন্তে হাত দিয়েই ফেলি র‍্যাটেল সর্প ঝুনঝুনে
বিষাক্ত ছোবলে মৃতপ্রায় , চোখের সম্মুখ থেকে সরছে পর্দা ,
লেজ যাচ্ছে খোসে , দুই পায়ে সোজা দাড়িয়ে যেসব সোনা লঙ্কা ছায় ,
হয়েছে এতো দিনে শুধু লেজ ছিল বলে
সেই গর্ব লেজহীন্‌ , হেসে ফেল্লাম , একেই বলে বোকামি ,
আমি বলছি এভাবেই মরণ চাই !

আত্মা শান্তি ঘুমে !
যে পথ ধরে হেটে এলাম এতক্ষন সে পথে নেই ফিরবার নির্দেশ ,
একমুখী রাস্তা , আমি হেটে এলাম তবু ঘাম ঝরল না ,
পিপাসা নেই
থরে থরে সাজানো আপেল ঝুলছে , আমি দেখছি , অরুচি , ক্ষিদে নেই !
কোন পথ নেই এখানে দ্বিতীয় ? ঘরে ফিরবার পুনরায় ? আরো

কিছুক্ষন ওখানে থাকলে
গুছিয়ে নিতাম হিসেব , ওখানেই নদীর চরে আমার বাস , ধানের গোলা
মহিষের সাথে জলকেলি পায়রার ঠোটে ঠোটে প্রিয়ার খাবার ,
ওখানেই আমার আমের বাগান , বাবার চিতা
ওখানেই নববধূ ফুলসজ্জা তিতলির জন্মদিন বেড়ে ওঠা ......
আমি ঘৃণা করি একমুখী পথে চলনে
আমি ঘৃণা করি অহেতুক মরণে ......
মরণ আরো একটু সুস্থ গুছিয়ে নিলে নিজেকে , তোর কিবা এসে যেতো ?

No comments:

Post a Comment