Friday, 6 April 2012

অন্ধ



যতটা সময় ধরে এক চাঁদ সাম্যবাদ তার থেকে
ঢের সময় ধরে ধনতান্ত্রিক ; এক বাল্য থেকে
এক যৌবনের পার্থক্য শুধু কিছু দৃশ্যের , আর
দৃশ্যান্তরে সমগ্র কালমাস ।

দ্বৈপায়ন লুকানোর সঠিক স্থান নয় , অথবা
গহন ক্রুজ নিরভেদি বাঙ্কার ; অথচ
রক্ত চাই শান্তি , অথচ শরীর পতনে শান্তি
অথচ সমগ্র ক্রুসেড জুড়ে রক্ত ; অলীক শান্তি ।











অন্ধ

এককাল ধরে আত্মহননের পথ খুঁজে
দ্বিতীয় জনমে প্রাপ্তি ;
প্রথম জীবনে তবে কি হয়ে উঠেছিল পাপী !

বিন্দুতে মিলে গিয়ে জ্ঞ্যানান্ধ সিন্ধু চেতনা
ভাস্বর হয়েছে মুখ ;
সিন্ধু তবে কি প্রস্তুত ছিল , প্রস্তুত ছিলিস না তুই !

পূর্ণতা ব্যতিরেখে পাপের আনাচে-কানাচে
পার্থিব সমগ্র ক্ষিদে ;
মূর্খ নয়রে জ্ঞ্যানপাপী ক্ষিদে টা কমছে ধীরে !

অহং বিদ্যা অহং শিক্ষা শীতলতার রাজ্য ;
উগ্র সুখে উগ্র দুঃখে
হয়তো দৃষ্টি ভ্রম নয়তো হয়েছে অন্ধ !

No comments:

Post a Comment