হিম মানবী
এই শীত , তোমার বুকে রেখো ; লোমশ ওমে ।
কতকাল হয়নি ঘুম , কতকাল জেগে ; কতকাল অস্থির
এক হাসপাতালে গুনাগত দিনপাত । প্রণিপাত চাহিদার
বাণে মিছে যৌবন এসেছে ফাগুণ বোঝেনি সেসব কিছু ঝাউবন ।
এভাবেই বুকে রেখে দাও একশত বছরের বুভুক্ষ ; দিনান্তে
পাখির ডানায় মুছে গিয়ে ক্ষিদের গল্প মশগুল আগামীর
গল্পে , যদিও কালকে তাকে নামতে হবে পথে ।
এভাবেই রেখে দিও , ছেঁড়া অতীতের প্রচ্ছদ ঘেঁসে জন্মগত
একাকীত্ব মেরু প্রদেশের শীতল যাপন ; সুসংবদ্ধ অভিযোগের
নামাংকৃত চাতালে যৌবনের নাম লেখা প্রাপ্তির ভাড়ার শূন্য ।
কিছু উষ্ণতা দিয়ে এই হিম গ্রহন করো তুমি পরিনামে রেখো না দাবী ।
আমাকে উষ্ণ করে দাও এইবেলা কতকাল ধরে হিমে আছি পরে ।
No comments:
Post a Comment