Monday, 12 December 2011

TUMI ACHO


‎......... তুমি আছো ।।

আমি লিখতে পারতাম
......আর বেশ খানিকটা রক্ত নিঙরে নিয়ে ,
এই শব্দ ভূমিতে ব্যবচ্ছেদে শব্দ ছক
কোলে করে
দাড়িয়ে বলতাম
আমি পেয়েছি , শুনছেন আমি পেয়েছি
খুজে ভালবাসার সার কথা ,
রোজ দিন মৃত্যু যন্ত্রণায় ছট ফট করে
রঙ্গিন সুধা অমৃতে
.........খুঁজেছি জীবনের স্বাদ নিরালায় ,
বকুল ছায়ায় বসে বসে
.........ঘেমেছি বারংবার অবেলায়
তুমি আসবেনা বলেই ...
তুমি আসবেনা বলেই
.........মিথ্যা মিথ্যা কম্বলে
শিতের রাতে জরিয়েছি মন
......... অজানা শিহরনে ,
তোমার ছায়া
......এই দাওয়ায় পরবে না বুঝে
নিত্ত শুখিয়েছি সারি , ঘোলাতে বারান্দায়
রোদের সঙ্গে
.........দিয়েছি আমি আড়ি ,
তুমি ফিরবে না
.........তুমি ফিরবে না
আমি ভাঙ্গি
আমি গড়ি
......পটুয়া শিল্প সৌধতে
অনন্ত তোমার মুখের সারি

No comments:

Post a Comment