Wednesday, 21 December 2011

rupmoti 5


রুপমতি ০৫

রুপমতি লাল পলাশে
আগুন ঝরে
... চোখের বালি
নিত্যানন্দ
ঘর বেঁধেছে
নতুন সাজে
...... পিত্তি জ্বলে
ঢেমনি মাগী
...... আমার ভাতার
ওর হাতে ......
সন্ধ্যা সাঁজে
... উষ্ণ বায়ু
নিল পাহাড়ে
......ভেড়ার লেজে
তুই কি যাবি
......রুপমতি তোর
যৌবন জ্বালা
......ভণ্ড জোয়ান
মন্দমতি ,
......নিল জলে তার
সন্ধ্যা নামে
......নিয়ন আলোয়
রাতজাগে
......রুপমতি তোর আঁধার চোখে
রুপের আগুন জলে
গঙ্গা ফরিং
... পাখনা মেলে
পুড়তে আসে
...... দিন বিরেতে
অনির্দিষ্ট অনিরবার
......এই আগুনেই ,
রুপমতি দেখ
...... আঁধার মাঝে
সাত টা তারার
......মিলন গানে
আই চলে আই
চুপটি করে
......আমার মনটা এখন ও
হয়নি আঁধার জেনে...।।

No comments:

Post a Comment