Wednesday, 21 December 2011

swami


‎.........।।স্বামী ...
আর বলবো না ভালোবাসার কথা
... মুখ গুজে
কেঁচোর মত ঘুমিয়ে থাকবো
মাটির গহনে নিরুদ্বেগে
ততদিন
যতদিন নমনীয়তা অনুভূত হচ্ছে শরিরে,
তুমি শান্তিতে থেক এবার
......... এ জীবন ছিল শেয়াল কুকুরের
আর বন্ধিত্তের
এ জীবন ছিল উপ্রে ফেলা শিকরে
... কূল ভাঙ্গা নদী চরে
......অনিদ্রায় অনাহারে
শোকে তাপে অভাবে
......... নিত্য মরনে
সয়নে...... ভাঙ্গা অঙ্গিকারে...,
আর জাগবো না জেনে
...... আর ভাসবো না স্রোতে জেনে
তুমি প্রান ভরে নিঃশ্বাস
গুছিয়ে নিয়েছ ঘরে...
বায়ুর কোপ , শেলেস্মা ধাতু
মধুমেহও ,
অভুক্তি পালং শাক
...... লাউ বীজ , সর্ষে ফুল
যা ছিল অপ্রিয়
......... ছুরে ফেলেছ কি গাঙের জলে...
স্বামী !
বাইশ বছরে ও গুছিয়ে নিতে পারলে না জীবন
...... মরনে পেরেছ ?
বড় জানতে ইচ্ছা করে ......।।

No comments:

Post a Comment