............।যন্ত্রণা......।
নিরলিপ্ত চোখ ,
চোখের শূন্যতায় যোজন যোজন ব্যাপি
ফনিমনসা ,ক্যাকটাস বাবলার বিক্ষিপ্ত ভুমি
............আমার প্রেমের ই দিক নির্ণয় করছে বোধহয় ,
সুসজ্জিত আয়নার সামনে দাঁড়ালে , বস্তু শরীর ভেদকরে ,
রক্ত ,হাড় , পিলে দূরে সরে গিয়ে
বুকের বা পাশের হৃদপিণ্ড আলো- আবছায়
..................ধরা পরে হিসেবী চোখে ,
সে স্থির ,
যেদিকে আমি ঘুরি - সে ও সেই দিকে ফিরে দাড়ায় ,
তাকে পারিনা ফেরাতে,
সে নায়িকার রহস্যময় হাসিতে বলে
..................ভালো আছিস তো ?
ভালোই তো থাকবার কথা ছিল
.....................এখানে আজীবন ,
প্রদীপের শিখা খুপরির শেষ তেল টুকু চুষে নিয়ে
দপ- দপ জ্বলে উঠে জানিয়ে দেই
............এক সময় আমি আগুন ছিলাম,
একসময় কতো প্রেম কীট আমার ই
রহস্যময়টার আকর্ষণে জ্বলে পুরে
চিরতরে নিভিয়েছে বাঁচার স্বাধীনতা
.....................এই জীবনেই ,
এখনও তো ভালোবেসে স্রোতের অনুকূলে
জীর্ণ পাতা পেয়েছে অধিকার
নতুন করে ঘর বাধবার...
এখনো ভালোবেসে জীবনের মধুময়তা
.........বাঘে গরুতে এক ঘাটে
রাত্রি গভীর হলে সুধা পান করে
...............একাকার মিশে মিশে...,
যুগপৎ যন্ত্রণায়
শান্তনায় ও নেই তার ফিরে আসার
..................কোন পরিচয় ,
যূপকাষ্ঠে মহাবলি অমাবস্যায়
মন ই মনের নিয়ন্ত্রক হত্যা কর্তা বনে যায় ,
বেল ফুলের মালা গেথে রেখেছিলাম যে সময়
পাখির ঠোটে ঠোটে কতো স্মিতি , গান
..................ভালোবাসার কথা বলে যায়
অনাব্রিশ্রিত ধরা পরে
এই অপদার্থ মনে এখনো
শীতল পূর্ণিমায় ,
এই প্রেমে জয় পরাজয় নেই জেনেও
বিশ্বাস অবিশ্বাসের দোলক ঘড়িতে
............সময় টিক টিক ...............
প্রত্নতাত্ত্বিক মুখবয় , প্রাচীন সভ্যতা
মধ্য যুগিয়ো বর্বরতা
মিথ্যা জ্যাতাভিমান , ধর্ম ,বর্ম , সহনশীলতা ,
মননশীলতা ,শালীনতা
একটু একটু পার করে
সময় আমাকে তোমার সামনে দারকরায়,
আমি যতবার বলতে চাই চিৎকার করে......
প্রেম মায়া ,
ভানুমতীর খেল ,
দেখি আমি ততবেশি আটকে যাচ্ছি মায়ায়...
তুমি হাসছো মিট মিট চোখে .........
আমি তলিয়ে যাচ্ছি
যান্ত্রিক প্রেমের যন্ত্রণায় .........
No comments:
Post a Comment