Monday, 12 December 2011

STOBDHO


‎............।।স্তব্ধ ......।
......
হে দাসত্ব চিরতরে স্তব্ধ হয়ে যা ......
সময়ের তীব্র শেল ঘাতে
এ জীবন বয়ে আর কি লাভ
এসো অতৃপ্ত দেহ
ডুবে যায় কাল সলিলে একা একা ,
পরিচিত , চঞ্চলা , জনসমাগম প্রান ভরে নিঃশ্বাস নিক
পরাজিত মানুষটি চিরতরে স্তব্ধ
হয়ে গেছে জেনে,
কতো কিছু স্তব্ধ হয়ে যায় ,
জীবনে অর্থের স্রোতে আসে
............বন্যার মতো অনাহুত
চলে যায় না কখনো ,
আমি এখন এক শত বছর
......ঘুমিয়ে থাকতে চাই
ঘুম থেকে উঠে জেন দেখি
.........সব স্তব্ধ হয়ে গেছে
এক ঘূর্ণিতে ......।।

No comments:

Post a Comment