Monday, 12 December 2011

SESBAR


‎............।।শেষবার ......।
শেষ বারের মতো তোর কোলে
মাথা রেখে
তোর চোখে গঙ্গা দেখতে চাই ,
তার পর আমার সামনে থেকে
সরে যাক কাল ,
পিছুটান প্রিয় মানুষের ,
সেবার যেমন কেদেছিলাম প্রবাসে
একাকী ,
তোর বক্ষে মাথা রেখে আহ্লাদী
সন্তানের মতো বলেছিলাম
.........তোকেই ভালোবাসি ...
তখন ই ফার পাতা নিক্ষিপিত তোর মুখে
জীবনের অমোঘ টানে ,
এর পরে রাইন
পার করেছে স্তুপাক্রিত নাবিক পসরা ...
উরেছে হামিং বার্ড
জল গন্ধ গায়ে মেখে......
এর পরে
রাত এসেছে......রঙ্গিন জলে জলে
শরীরের উত্তাপ খুজেছি অর্থে ,
............তুমি জানো না ,
তুমি জানো বলেই
প্রতিটি রাতকে জাগিয়েছি আমার কামে
ধনে , রঙে ,যন্ত্রণায় ,
তুমি জানো না বলেই
............নিজেকে খুন করে প্রতিদিন
মন ধুয়েছি চোখের জলে......
.........শেষবার তোর কোলে মাথা রেখে
তোর চোখে গঙ্গা দেখতে চাই

No comments:

Post a Comment