Monday, 12 December 2011

SITA 13


‎......। সীতা ১৩

বন বনান্তরে
নিশুতি দীর্ঘশ্বাসে
.........হায়নার চোখে চোখে জেগে থাকে
আমার নিশ্বাস ,
সজুব , শান্ত দিঘি জল
পদ্ম পাতায়
......মন জল
টল- মল
............এদিক- সেদিক
ঝুকে ও মর্যাদা পুরুষোত্তমে
.........স্থির হয়ে দাড়ায় ,
বৃষ্টি
......নব সৃষ্টি
গুজনে গুজনে
পাখির কুজনে
গুরু গম্ভীর বজ্র হানে
শয়নে স্বপ্নে
......মরণে যতনে
বিরহ কেকে
.........রণে বনে
এক ই সুরে
.........গল্প বলে
দশানন পুত্র
.........আমাকে মনে কি পরে ?

No comments:

Post a Comment