Wednesday, 14 December 2011

porikromon


‎.........।পরিক্রমণ ......।

থমকে গেছে
ছায়া পথ পরিক্রমণ জীবনের
এই সময় ,
আলু- থালূ যৌবন ভূষা
দীর্ঘ উপেক্ষিত
......চুম্বন তপ্ত পৌষ
রাগে অনুরাগের সমাধি প্রান্তর
......আজ গজিয়েছে
যতো গাছা ,অগাছা , পরগাছা
.........তুমি নেই বোলে , জীবন ,
উষ্ণ মনন
......জমানো সঞ্চিত ক্লেদ , রক্ত , ঘাম
নিথর সাজানো ফুলদানী
.........রক্ত গোলাপে , মৃত আজ ,
দেখ তুমি ?
...... প্রিয় রঙ আলতা
যখন পড়তে তুমি দিনে এক বার
.........গোধূলী রক্ত রঙা মুখে
বা দিকে টোল খাওয়া গালে
...... ঈষদ হেসে বলতে
...তুই থাক এখানে
আমি যায় এবার ঘরে ,
.........থমকে গেছে পরিক্রমণ তোমার ছায়া দীর্ঘে
থমকে গেছে স্রোত ভাটির টানে
......... জরায়ু আব
শরীর নিয়েছে চুরি করে সিঁদ কেটে
......রক্ত আমার বইছে তবু
.........তোর রক্ত ভালোবাসি বোলে......।

No comments:

Post a Comment