Monday, 12 December 2011

OOOOOO


‎............।০০০০০০...।।
......
কোথায় থামবে গুণিতক নিয়মে মৃত্যু কে জানে ।
.....................আর কতো গুলো দেহ গেলে লাশ কাটা ঘরে
যম বলবে
হয়েছে হয়েছে , এবার যা না তোরা ঘরে ,
আক্ষেপ রয়ে গেছে কিছু ,
......... শান্তি প্রলেপে লাশ কাটা ঘরে
পুরনো অতীত
গুমরে উঠে , ধূলতে ঘুরপাক খেয়ে
চোখেতে চোখ রেখে বলে
"এখনো কি মনে পরে মামনির মুখ"
ওরা হয়তো খুব বেশি ভাল ছিল না
......রোগ , শোক , তাপে, অনুতাপে
............অর্ধমৃত ,
তবু ও তো প্রান ছিল প্রানে
সকালে শিশির ভালোবেসে ,
........মৃত্যু এভাবে না এলে
তোর কি বা ক্ষতি হতো
বল এখানে......

No comments:

Post a Comment