Wednesday, 14 December 2011

mittha


‎.........।মিথ্যা ।।

যেটুকু ছিল মেহেন্দি রঙ
...... মনে মনে লেগে
বাসি পূর্ণিমায় ,
...... সেই যে তুমি গেলে
লাল শাড়ি পরে
......তেপান্তরের মাঠ ডিঙ্গিয়ে
কোন সুখের রাজ্যে , কে জানে ?
......আমি যখন ধরতাম তোমার হাত
শাপলা ফুলের মাথায় বসে
......মৌমাছি টা হাসত খিল খিলিয়ে
......কি জানি কোন মন্ত্র বলে...
সেদিন তোমার চুলের বেণী
...... এলিয়ে দিল হাওয়া খানি
কপোল রাঙা ভীত চোখে
.........বসলে পাসে এসে...
বললে তুমি
...... রাজ কুমারে খোজ পেয়েছে
তোমার বাবা অবশেষে ,
...... তোমার লবন জলে মুখ ভেসে যায়
পড়ান ভাঙ্গে দিনে দিনে ,
...... বলতে যদি পারতাম আমি
জাত কুল মান
...... ভাসিয়েছি গঙ্গা জলে
......... তোকেই আমি আপন করেছি
ছেরেছি স্বজনে.........

No comments:

Post a Comment